তেঁতুলিয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে দেবীগঞ্জের একজন আটক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২২, ১২:৪১ অপরাহ্ণ / ৩৩৬
তেঁতুলিয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে দেবীগঞ্জের একজন আটক

মোঃ মোমিন ইসলাম সরকার পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে একজন কে আটক করেছেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। এসময় দেবীগঞ্জ উপজেলার সোনাপাতা নতুনবন্দর সরকার পাড়া গ্রামের ওমর আলী (কান্ত মিয়া) পুত্র লালচান পালক (৩২) আটক করা হয়।

২নং তিরনইহাট ইউপির হাকিমপুর গ্রামে আসামী পুলিশ পরিচয়ে জনৈক মোঃ শহিদুল ইসলাম এর বাড়ীর সামনে আসিয়া শহিদুল ইসলাম এর বসতবাড়ী তল্লাশী করার প্রস্তুতি গ্রহন করে। লোকজনের সন্দেহ হইলে স্থানীয় লোকজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের কথাবার্তা সন্দেহজনক হইলে স্থানীয় লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে।

তাৎক্ষনিকভাবে পুলিশ পরিচয় প্রদানকারী ০৩ জন প্রতারক দৌড়াইয়া ঘটনাস্থল ত্যাগ করায় সময় স্থানীয় লোকজন উপরোক্ত আসামী লালচান-কে আটক করেন। অপর ০২ জন আসামী কৌশলে দৌড়াইয়া ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলে তেঁতুলিয়া মডেল থানার উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, সে সহ পলাতক আসামী ২। মোঃ আজিজুর রহমান (৩৫) পিতা-অজ্ঞাত, সাং তিরনই ৩। মোঃ আঃ রহমান (৩০) পিতা- অজ্ঞাত, সাং- বাংলাবান্ধা, উভয়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা। আসামি গনের বিরুধে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন,সংবাদ পেয়ে সরকারি গাড়ি ও সঙ্গিও ফোর্সসহ ঘটনাস্থলে পাঠাই সেখানে লালচান কে গ্রেফতার করে তেঁতুলিয়া মডেল থানা আনা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি তার সত্যতা স্বীকার করলে তার বিরুদ্ধ মামলা রুজু করে পঞ্চগড়ে প্রেরন করা হয়।