ঠোঁটে ফোঁটায় হাসি


প্রকাশের সময় : মে ২১, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ / ১০৪
ঠোঁটে ফোঁটায় হাসি
মুহাম্মদ সিরাজুল ইসলাম। 
কিছু মানুষ সহস্র ব্য’থা বুকে নিয়েও
ঠোঁটে ফোঁটায় হাসি
কিছু মানুষ ক্ষ’ত বি’ক্ষ’ত থেকেও
বলে বেড়ায় ভালো আছি ৷
লেখক মোরা এক শব্দ শ্রমিক
সাহিত্যে চর্চার ঘরে,
নয়তো পাগল নয়তো বাউল
শশি খুঁজি তরে।
মান অভিমান আছে তৃষিত টান
মষি ধরি ছন্দে,
সুখে দুখে জীবন গড়া তবুও
বাঁচি রন্ধ্রে রন্ধ্রে।
ন্যায্য ফিরে আসুক আছে  আশা
কবি মষি যতো,
সংসার জীবন তাদের ও আছে,
গ্লানি মম অবিরত।
বাঁচতে হবে নিয়তির খেলা,
ক্ষণা এই পৃথিবীতে,
মুল্যায়িত করো তাদের মোড়ল
সদা সত আচারতে।
উপকৃত হবে সমাজ এই দেশ
হবে সুন্দর জাতি,
সুশীলতা ফিরবে বিশ্ব গৃহালয়ে
আপন রবির মহিমাতে।
লেখক মোরা মোদের হাতে হয়
বহু শব্দের আবিষ্কার,
হয়তো কেহ হাসি ঠাট্টার ছলে
করে জানি তিরস্কার
সব ভুলে ঐ মষি হাতে এগিয়ে
যাচ্ছি ছুটে দূর্বার,
ইচ্ছে পাখি গর্জে উঠে হৃদপিণ্ডে
নিশি রাতে বারংবার।