টাইফয়েডের বার্তা 


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২২, ৪:৫৮ অপরাহ্ণ / ১৩৩
টাইফয়েডের বার্তা 
স্টাফ রিপোর্টারঃ ভ্যাকসিন নিয়ে প্রতিরোধ প্রতিরোধক হিসেবে টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে আমরা খুব সহজেই দীর্ঘমেয়াদী রোগভোগান্তি থেকে রেহাই পেতে পারি। এখন টাইফয়েডের ভ্যাকসিন বাংলাদেশেই প্রস্তুত হচ্ছে। ইনসেপটা তৈরি করছে টাইফয়েডের ভ্যাকসিন ভ্যাক্সফয়েড। ডোজঃ একটি মাত্র ০.৫ মি.লি. ভ্যাক্সফয়েড ভ্যাকসিন মাংসপেশীতে প্রয়োগের মাধ্যমে টাইফয়েড থেকে ৩ বছরের জন্য সুরক্ষা পাওয়া সম্ভব। এই ডোজটি প্রাপ্তবয়স্ক এবং ২ বছর এর অধিক বয়সের শিশুদের জন্য প্রযোজ্য। এর পরে প্রতি ৩ বছর পর পর বুস্টার ডোজ দিতে হবে। কাদের ভ্যাক্সফয়েড নেওয়া জরুরী প্রতিরোধক হিসেবে ২ বছর বয়স থেকে সকলের জন্য • টাইফয়েড বার থেকে সুস্থ হবার পর যেন পুনরায় আক্রান্ত না হয় • ভ্রমণকারীদের, যেখানে টাইফয়েড এর প্রকোপ বেশী টাইফয়েড জীবাণু বহনকারীর সংস্পর্শে থাকা ব্যক্তি ল্যাবরেটরি কর্মী যারা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেন। অন্য ভ্যাকসিনের সাথে ভ্যাক্সফয়েড দেয়া যাবে কি? হ্যাঁ, অন্য যে কোন ভ্যাকসিনের সাথে টাইফয়েডের ভ্যাকসিন দেয়া যাবে তবে অবশ্যই পৃথক প্রয়োগস্থান এবং পৃথক সিরিজ ব্যবহার করতে হবে। আপনি বা আপনার পরিবার কি ভ্যাক্সফয়েড নিয়েছেন? আপনি ও আপনার পরিবার এখনই ভ্যাক্সফয়েড নিন এবং টাইফয়োড প্রতিরোধ করুন।ভ্যাকসিন সংরক্ষণের নিয়মাবলী ভ্যাকসিনের কার্যকারিতা ও গুণগত মান ঠিক রাখার জন্য ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহনের সময় তাপমাত্রা ২°সে. থেকে ৮°সে. এর মধ্যে রাখা অত্যাবশ্যক। তাই, সরবরাহকারীর নিকট থেকে ভ্যাকসিন নেয়ার সময় দেখে • কোন্ড বক্সের মাধ্যমে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে কি ভ্যাকসিন সংরক্ষণ করার জন্য • অবশ্যই রেফ্রিজারেটরে (ফ্রিজের যে অংশে বরফ জমে না রাখতে হবে। • কোন অবস্থাতেই ডিপ ফ্রিজে ( যেখানে বরফ জমে রাখা যাবে না। • তাপমাত্রা অবশ্যই ২°সে থেকে ৮°লে, এর মধ্যে থাকতে হবে। রোগী বা রোগীর আত্মীয়-স্বজনের কাছে ভ্যাকসিনের একাধিক ডোজ বিক্রি করার সময় ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে • বাড়িতে নিয়ে রেফ্রিজারেটরে ২°সে. থেকে ৮°সে. এর মধ্যে ভ্যাকসিন সংরক্ষণ করতে হবে। • কোন অবস্থাতেই ডিপ ফ্রিজে ( যেখানে বরফ জমে) রাখা যাবে না।