ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা 


প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৩, ১১:২২ অপরাহ্ণ / ৮৩
ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা 
রোমিও বিশ্বাস,বিশেষ প্রতিনিধি :- যশোরের ঝিকরগাছার শিওরদাহ বাজারে সাধন কুমার দাস (২৮) নামে এক ভুয়া চিকিৎসক মানুষের মিথ্যা ডিগ্রি ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। যার বিরুদ্ধে ক্রমাগতই জেলার সিভিল সার্জন ডা: বিপ্লব কান্তি বিশ্বাসের নিকট অভিযোগ হওয়ায় তারই নির্দেশনায় রবিবার দুপুর সাড়ে ১২টার সময় উষা হোমিও হল নামক প্রতিষ্ঠানে ভুয়া চিকিৎসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম মামুনুর রশিদ। এসময় তিনি ভুয়া চিকিৎসক সাধন কুমার দাস জনগণের সাথে ভূয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারনা করার জন্য ইধহমষধফবংয সবফরপধষ ধহফ ফবহঃধষ ধপঃ ২০১০ এর ধারা ২৮ ও ২৯ অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানে সিলগালা করা হয়। দন্ডিত ভুয়া চিকিৎসক সাধন কুমার দাস নির্বাসখোলা ইউনিয়নের কানাইরালী গ্রামের প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য স্থানীয়দের মধ্যে আনন্দ দেখা দিলেও একই বাজারে আমেনা ফার্মেসী নামের আর একটি প্রতিষ্ঠান রয়েছে। যার প্রোপাইটর মোঃ বিল্লাল হোসেন। তিনি প্রকৃতপক্ষে ডাক্তার ও মুক্তিযোদ্ধার সন্তান না হয়ে তার নামের পূর্বে ডাক্তার ও বীর মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ প্রতারণ করে আসছে। এই বিষয়ে প্রশাসনের সঠিক পদক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম, হেলথ ইন্সপেক্টর ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মোক্তার হোসেন, শিওরদাহ ফাড়ির এএসআই(নিঃ) ওহিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।