জ্যোৎস্না রাত


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ / ১২৭
জ্যোৎস্না রাত
 রাহেলা আক্তার
জ্যোৎস্না রাতে ইচ্ছে করে
চাঁদটা ছুঁয়ে দিতে;
রূপে ভরা চাঁদের আলো
গায়ে মেখে নিতে।
বৃক্ষের শাঁখায় চাঁদের আলো
উঁকি দিয়ে পড়ে,
তারায় ঘেরা চাঁদটি যেন
প্রভু দিলো গড়ে।
মেঘে ঢাকা চাঁদটা আবার
অভিমানে টলে;
হিজল তলায় জোনাকিরা
মিটমিট করে জ্বলে।
মেঘরাজ যখন জ্যোৎস্না রাতকে
আড়াল করে রাখে;
উঁকি দিয়ে চাঁদটা তখন
হাসে জুঁই শাঁখে।
নীল আকাশের চাঁদের আলো
আসছে ধরায় ধেয়ে;
বংশীবাদক বীণার তালে
যাচ্ছে গান যে গেয়ে।
জ্যোৎস্না রাতে গাছের ডালে
ডাকছে পাখি দূরে ;
ফাগুন হাওয়ায়, পাগল পারা
কোকিল গায়ে সুরে।
মনটা আমার তারায় ভরা
আকাশ দেখে নাচে;
জ্যোৎস্না রাতে প্রেমালাপে
থাকি দুজন কাছে।