জ্যোতি


প্রকাশের সময় : জানুয়ারি ৩১, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ / ৮৪
জ্যোতি
মুহাম্মদ সিরাজুল ইসলাম।
ভেঙেছ দুয়ার,এসেছ জ্যোতি
তোমার হোক জয়,
নিত্য লেখা কাব্য গাঁথা
ছন্দ  মধুময়।
অচিন পাখি রঙিন আঁখি
তবুও খুঁজি পথ,
শব্দের উৎসে  বর্ণমালায়
সৃষ্টির যোজন রথ।
খুঁজে ছিলাম পর্বতমালায়
সবুজ খোলা হল,
সাগর তটে জল তরঙ্গে
বহে নোনা জল।
মাঝিদের গান পাখিদের তান
গন্ধ ভরা ফুল,
জীবন শাখায়  এসে রাঙায়
দীপ্ত কন্ঠে কুল।
বর্ণ রঙে পূর্ণ  কর আজ
বর্ণমালার সাজ,
কাব্য গল্পে উপন্যাসে
শব্দের স্বর্গরাজ।