জীবনের জাঁতাকলে


প্রকাশের সময় : জুন ১৩, ২০২২, ৬:৪৪ পূর্বাহ্ণ / ৪৫২
জীবনের জাঁতাকলে

রফিকুল ইসলাম মানিক

বেওয়ারিশ সময় যখন যে মূল্যায়ন করে তাঁর
জীবন সময়ের  জাঁতাকলে নিষ্পেষিত হয়।
নানাবিধ টানাপোড়েনের মারপ্যাঁচে জীবন
চলে নদের ন্যায়,স্রোতের কূলে গা ভাসিয়ে।
বড় ঢেউ এসে ভাঙে তীর এপাড়ে, ওপাড়ে
জাগা তীরে উল্লাসে মাতে বাস্তুহারা মানবরা।
 মন্দভাগা মানব জীবন নব আনন্দে বসতি
ঘরে সুখের আশায়, কদাচিৎ মিলেও হয়তো।
এরা অল্পতেই তুষ্ট, আলিশান প্রাসাদ সুখ না
মিললেও এ তল্লাটে আনন্দে ভাসে সব প্রাণ।