জাপান-কোস্টারিকা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ / ৭০
জাপান-কোস্টারিকা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

গোল দিতে না পারি, খাওয়া যাবে না- জাপান ও কোস্টারিকা যেন এই মন্ত্র নিয়েই মাঠে নেমেছে। কাতার বিশ্বকাপের ‘ই’ গ্রুপের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। জাপান জিতলে শেষ ষোলতে খেলার টিকিট প্রায় নিশ্চিত। কোস্টারিকা জিতলে জেগে উঠবে সম্ভাবনা।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে দুই দলের সতর্ক খেলায় পার হয়েছে প্রথমার্ধ। এক কথায় ম্যাড়মেড়ে এক অর্ধই পার হলো ম্যাচের। গোল হতে পারে- প্রতিপক্ষের রক্ষণে সেভাবে তেমন কোনো হানাই দিতে পারেনি কোন দল। অর্থ্যাৎ, গোল হওয়ার মত কোনো আক্রমণই করতে পারেনি কেউ।

জাপান প্রথম ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল। অন্য দিকে কোস্টারিকা ৭-০ গোলে শোচনীয়ভাবে হেরেছে স্পেনের কাছে। এক দলের টিকে থাকার, আরেক দলের পরের রাউন্ডে ওঠার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কাদের ভাগ্যের শিকে ছিঁড়ে সেটাই দেখার।