জাতীয় পরিচয়পত্রধারী সবাইকে রিটার্ন বাধ্যতামূলক করা ‘অবাস্তব’ বলেন : অর্থনীতিবিদ ও আয়কর বিশেষজ্ঞরা


প্রকাশের সময় : জুন ১৬, ২০২২, ৩:০৯ অপরাহ্ণ / ৪১০
জাতীয় পরিচয়পত্রধারী সবাইকে রিটার্ন বাধ্যতামূলক করা ‘অবাস্তব’ বলেন : অর্থনীতিবিদ ও আয়কর বিশেষজ্ঞরা

জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) সবাইকে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করার পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে ‘অযৌক্তিক’ ও ‘অবাস্তব’ বলে মনে করেন দেশের অর্থনীতিবিদ ও আয়কর বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আইন অনুযায়ী, বার্ষিক তিন লাখ টাকার বেশি আয় হলেই কর নিবন্ধন নিয়ে রিটার্ন দিতে হয়। এর চেয়ে কম আয়ের নাগরিকেরা কেন রিটার্ন দেবেন? আর এনআইডিধারী সবাইকে করের আওতায় আনলে হঠাৎ করে ৮-১০ কোটি নিবন্ধিত করদাতা বেড়ে যাবে। এত করদাতার তথ্য ব্যবস্থাপনা করার মতো সক্ষমতা নেই বর্তমান কর প্রশাসনের।

গতকাল বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দেশে যাঁদের এনআইডি আছে, তাঁদের প্রত্যেকের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দেন। তবে কীভাবে এত মানুষকে করের আওতায় আনা হবে, তার কোনো ব্যাখ্যা দেননি তিনি।