জলকন্যা কর্ণফুলি


প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ / ১২০
জলকন্যা কর্ণফুলি
মুহাম্মদ সিরাজুল ইসলাম। 
লুসাই পাহাড় জলকন্যা
সেজে এলো নেমে,
আঁকা বাকা গতি নিয়ে
সাগর পথেই থেমে।
কর্ণফুলি নদী হয়ে
নামছে জলধারা,
চাঁদের আলো জলছবিতে
নাচে রাতে তারা।
সাম্পান চলে নৌকা চলে
এপার থেকে ওপার,
জোয়ার ভাটার জলতরঙ্গে
 সাম্পানের”ই বাহার।
নদীর জলে মৎস্য মিলে
নানা রকম জাতে,
তাজা সতেজ স্বাদে ভরা
মিলে সকাল প্রাতে।
কর্ণফুলি নদীর ধারে
মাঝিমাল্লার বসত,
সাম্পান নৌকা  চালায় তারা
জোগাড় করে রসত।
নদীর কূলে বহু স্মৃতি
রঙবেরঙের মানুষ,
শীতে শিশির ঝড় বাদলে
উড়াই রঙের ফানুস।