জয়ের পথে ছিলো যখন বাঙালি 


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ / ১৩৫
জয়ের পথে ছিলো যখন বাঙালি 
হাবিবুর রহমান 
জয়ের পথে ছিলো যখন বাঙালি
বুঝতে পেরেছিল পাক সেনারা
স্তব্দ করেছিল তারা বুদ্ধিজীবীদের পদাবলী
ময়দানে ছিলো হাজারো জন মরা।
রেহাই দেয়নি তারা আমার অন্তসত্বা মা কে
বাচঁতে দেয়নি নবজাতকদের
হত‍্যা করেছে হাজারো প্রতিভাবানকে
সম্রম হারাতে হয়েছে অসহায় নারীদের।
অতপর এলো সেই দিন
যেইদিন বিজয়ের মালা পড়বে বলে
বাঙালির প্রাণে ধরেছিল ব‍্যাথা নামক চিনচিন
কত মানুষ মরেছিল  পাক সেনার জাতাকলে
সেই যাতনা ভুলে গিয়ে
বাঙালিরা করছিল উল্লাস
আগামী প্রজন্ম চলবে অবদমিয়ে
জানবে সত‍্যিকারের ইতিহাস।
তারা জানবে
কেমন করে ছিল অটল
জয়ের পথে ছিলো যখন  বাঙালি
তারা হবে কখনও অবিচল
তারা বুঝবে
তারা বুঝবে পরাধীনতার কি গ্লানি
তারা হবে সত‍্যব্রতী
তারা হবে সত‍্যের পুজারী
তারাই হবে এই হতভাগ্য জাতির কান্ডারী।