জমি নিয়ে বিরোধে দুই পরিবারের সংঘর্ষে আহত-৫


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২২, ১০:১৩ অপরাহ্ণ / ৭১
জমি নিয়ে বিরোধে দুই পরিবারের সংঘর্ষে আহত-৫

মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ ৩ ডিসেম্বর শনিবার পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলার ৩ নং সদর ইউনিয়নে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ২ পরিবারের মাঝে তুমুল সংঘর্ষ ঘটে ।শনিবার সকালে যে বাঁশ বাগানের জমি নিয়ে দীর্ঘদিন যাবত দন্দ ও মামলা চলছে, সেই বাঁশ বাগানে । মঞ্জুরুল হক ( সাবেক ইউপি সদস্য ) মেম্বারের লোকজন বাশঁবাগানে বাঁশ কাটলে তাদের বিরোধী পক্ষ মিজানুর রহমান এর পরিবারের লোক মাজাহারুল ইসলাম বিনয়ের সাথে বাধা প্রদান করেন । এতে মনঞ্জুরুল মেম্বারের লোকজন মাজাহারুল ইসলাম কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কিল ঘুসি মারিতে থাকেন এক পর্যায়ে মাজাহারুল ইসলাম এর বড় ছেলে রুবেল তার বাবাকে সেভ করতে গেলে মঞ্জুরুল মেম্বার এর লোকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে রুবেল ও তার বাবার উপর ক্ষিপ্ত হইয়া ধারালো দা এবং দেশীয় অস্ত্র দা দিয়ে মাজহারুল ইসলামের এর বাম হাতে আঘাত করে, রুবেল ইসলাম এর মাথায়,আরজিনার বেগম এর বাম হাতে, শাপলা বেগম এর বাম হাতে ও রেজিনা বেগম কে মারাত্মকভাবে জখম করে ।এরমধ্যে মহিলা তিনজন কে দেবিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত ডাক্তার ঝুঁকিপূর্ণ মনে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার ভিকটিম মিজিনুর রহমান জানান, মনজুরুল মেম্বার এবং তার লোকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং পরিকল্পিতভাবে জাল দলিল দেখিয়ে জমি জোর দখল করার জন্য আমাদের উপর আক্রমণ করেন। এমনকি তিনি নিজেও সাথে থেকে আমাদের মহিলা লোকজন কে দেশীয় অস্ত্রপাতি দা দিয়ে আহত করেছেন ।