ছুঁয়ে দিলে মন


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৪:৫৪ অপরাহ্ণ / ৯১
ছুঁয়ে দিলে মন

রাহেলা আক্তার 

গোলাপের পাপড়ি দিয়ে,একটি কবিতা লিখেছি, তোমায় দেবো বলে,
 আমি হাত বাড়ালেই ছুঁড়ে দিলে
 শব্দের শত মালা ?
ঝরণার কলতান দিয়ে একটি গান বেঁধেছি,
তোমায় শুধাবো বলে! আমার উদগাতা বাষ্পরোধী
কপাটক এঁকে দিলে অনুভূতির চুম্বন।
মায়াবী পৃথিবীর সকল সৌন্দর্য দিয়ে,
নন্দন কাননে ভালোবাসার মালা গেঁথেছি তোমায় পরাবো বলে!
 আমি পরাতেই স্তব্ধ ছিলে-
তুমি প্রকৃতির পূজারী হতে চেয়েছিলে,
তোমার স্বর্গীয় প্রেম আমার পাথর হৃদয়ে আঘাত হেনেছিল।
তাই ভাললাগা তোমাকে স্পর্শ করেছিল।
যেথায় তোমার হৃদয় হবে কানায় কানায় পরিপূর্ণ।
অজানা দেশের সেই কোন এক অচিনপুরে আছো দূর থেকে বহুদূরে। তবু্ও যেন হৃদয়ের খুব কাছাকাছি আছো প্রণয় প্রীতিতে।
 আছো হৃদয়ের সর্ব অস্তিত্বে,ছুঁয়ে দিলে মন।।