ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদ মির্জা ফখরুলের


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৪:১১ অপরাহ্ণ / ৬৬
ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদ মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক:-  ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়াকে ‘পুলিশ গুলি করে হত্যা করেছে’ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করে বলেন, ‘আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার লিফলেট বিতরণের সময় পুলিশ নির্বিচারে গুলি চালায়। এতে নয়ন গুরুতর আহত হয় এবং পরে মারা যান।  অনেক নেতাকর্মী আহত হয়। ’এ ঘটনাকে ‘পৈশাচিক’ উল্লেখ করে উদ্বেগ ও  নিন্দা জানান বিএনপি মহাসচিব।

বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান নিষ্ঠুর ও গণবিরোধী সরকার ফ্যাসিবাদী কায়দায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন জারি রেখেছে। নিজেদের একদলীয় দুঃশাসন চিরস্থায়ী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের কব্জায় নিয়ে বিরোধী নেতাকর্মীদেরকে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা শুরু করেছে।