চোরদের বিপক্ষে আমি


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ / ১৫৪
চোরদের বিপক্ষে আমি
 সৈয়দ ইসমাইল হোসেন জনি 
আমার সবুজ বাংলা এখন
ভরে গেছে চোরছেঁচড়ে ,
সুযোগ বুঝে বিভিন্নজন
সবকিছুই চুরি করে ।
কেউবা করে কবিতা চুরি
অন্যের লেখা মেরে দিয়ে ,
জাতির সাথে করে জোচ্চুরি
ভাবছি আমি এটি নিয়ে ।
ত্রানের মাল গায়েব করে
এম. পি মন্ত্রী সর্বজনে ,
ভালো লোকের লেবাস পড়ে
দেশ ভাসায় উন্নয়নে ।
পেটের দায়ে করলে চুরি
তাকে রশি বেধে ঘুরায় ,
তার মাথায় মারে হাতুড়ি
আসল চোরের পোলায় ।
ধরাছোঁয়ার বাইরে থাকে
চোরদের গডফাদার  ,
এসব দুঃখ বলবো কাকে
কেউ বুঝে-না হাহাকার ।
কাজের নামে বাজেট চুরি
দেশের সাথে বেঈমানী ,
তারাই করেন বাহাদুরি
সে-ই ঘটনা  কে না জানি ?
ভালো মানুষ পাওয়া দায়
চোরছেঁচড়ে ভরে গেছে ,
বেশির ভাগে করে  অন্যায়
সবুজ এ-ই বাংলাদেশে ।
আগে করতো পুকুরচুরি
এখন সবে সাগর চোর ,
শিশু বাচ্চা থেকে বুড়া-বুড়ি
চোখেমুখে চোরের ঘোর ।
গণমানুষের ভোট চোর
যে-ই দেশের সরকার  ,
সেই দেশে চোরছেঁচড়
এ-সব কোনো ব্যাপার ?
কবি হয়েই ঠেকছি আমি
সত্য কথা বলছি তা-ই ,
ভরসা আমার অন্তর্যামী
আল্লা ছাড়া ভরসা না-ই ।
চোরের মায়ের বড়ো গলা
গুণী জ্ঞানী সবাই বলে ,
চোরকে দিবেন বাশ ঢলা
চোর কমবে সতর্ক হলে ।
রক্ত চক্ষুকে ভয় করিনা
চোরকে চোর বলবোই ,
কারও আমি পাও ধরিনা
মন্দের বিরুদ্ধে লড়বোই ।
জেগে ওঠো সুশীল সমাজ
চোরের কোনো ক্ষমা  না-ই ,
জেগে ওঠার সময় আজ
চোরদের গুষ্ঠি কিলাই ।
এস.আই. জনি ঘৃণা করে
চুরির সাথে যুক্ত যারা ,
দেশ ভরেছে চোরছেঁচড়ে
চোরের জন্য দিশেহারা ।
চোর কভু জান্নাতে যাবে না
এটি স্পষ্ট নবীর বাণী ,
চোর কখনো ক্ষমা পাবেনা
চোরদের বিপক্ষে আমি ।