চিরকালীন আত্মা 


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ৫:৪৬ অপরাহ্ণ / ৭৮
চিরকালীন আত্মা 

হাবিবুর রহমান 

“ভয় নাই ওরে ভয় নাই
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই  “
এমনি করিয়া বলেছিলেন কবি নজরুল
সেই সুরের পথ ধরে  আজো আমরা করি না
দেশকে অবহেলা করার মতো ভুল   ।
একাত্তরের সৈনিক যারা
বলতে মোদের নেই  মানা
বিনা স্বার্থেই জীবন দিয়াছে তারা ।
ত্রিশ লক্ষ শহীদ হারায়াছে তাদের জীবন
দুই লক্ষ মা বোন হারায়াছে তাদের সম্রম
তবুও  কেন আজ মোরা পরাধীন ?
কোথায় তব নব মহাসমারোহে সজ্জিত
শেখ মুজিবের সেই মহা হুঙ্কার
যেই হুঙ্কারের প্রতিটি শব্দে ছিল গাথিত
“আমি বাংলাদেশ চাই,বাংলাদেশের স্বাধীনতা চাই”
ক্ষমতার লোভ আমাকে পথভ্রষ্ট করতে পারবে না
এমনটাই বলেছিলেন সবার প্রিয় শেখ মুজিব ভাই।
কি পেলাম আমরা?
স্বাধীন দেশে বাস করেও স্বাধীনভাবে কথা বলার
অধিকার পাই নি মোরা  ।
যাহারাই বলেছে, তাদের দেওয়া হয়েছে নানা হুমকি
গনতন্ত্রহীন এই সরকার গনতন্ত্রের চর্চা না
করে বুনতেছে ক্ষমতা স্থায়ীকরণের ফন্দি  ।
যা হবার তা হয়েই যাবে
বড় মাছেরা বড়ই থাকবে
আধিপত্য বিস্তার তারা করেই যাবে ,
অত‍্যচারী আর অন্ধ পথের পথিকদের
জানান দিবার চাই যে ক্ষমতা চিরন্তন নয়
জনতার কন্ঠ প্রকাশিত হলেই টনক নড়ে যাবে সরকারের   ।