চিতা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২২, ৬:২০ অপরাহ্ণ / ১৫৭
চিতা
         মোঃ জাহাঙ্গীর আলম
বাজারে সব তাড়াতাড়ি আজ, শিক্ষার ডঙ্কা বাজা,
দুর্নীতি কালোবাজারি মানব নামের দানবদের চিতা সাজা,
           ওরে, তোরা শিক্ষার ডঙ্কা বাজা।
জলধি কাঁপিয়ে, অবনীতে ঝাঁপিয়ে, আসছে তরঙ্গ তরবারি নিয়ে,
বাতিল কে কাঁপিয়ে, আনবে কুরআনের কেতন ছিনিয়ে।
পাবি না তোরা তিতিক্ষা, তিরিক্ষি রুপে তোদের হবে উত্তম শিক্ষা,
এই ধরাতে যারা এতিমের খাবার নিয়ে সর্বদাই করছে মজা,
কি হবে ওই ঝুটা শিক্ষা দিয়ে, তাই জলদি ওদের, বিদায় চিতা সাজা,
         তোরা শিক্ষার ডঙ্কা বাজা।
কুরআনের গান গাইলে ওরা, নিয়ে নেয় মোদের প্রাণ,
         মানব নামের দম্বুজ, ওরা, ওরা নাকি বুদ্ধিমান।
দুনিয়ায় যারা নিজেদের নরপতি মনে করে, আরো ভাবে ওরা সকলের তাজ,
উরায় আসল দন্ত হরি, দিগম্বর, অনঈশ্বর ওরা মানুষ রূপে সেজেছে ভন্ড সাজ।
বাজারে সব তাড়াতাড়ি আজ, শিক্ষার ডঙ্কা বাজা,
নারীকে যারা সম্মান করে না এতিমের বুকে মারে লাথি                       তাড়াতাড়ি ওদের, বিদায় চিতা সাজা,
            তোরা শিক্ষার লঙ্কা বাজা।
যোজন যোজন, কেটে গেল শান্তির কেতন উড়াতে, কত কুরআনের সৈনিক রক্ত দিলো ঢেলে,
আর থাকিস না বসে ঘরে, তাহলে সবই যাবে যে, জলে।
               তবে এখনো কেন চুপ,
ভেঙে দাও লাথি মেরে, ওই মিথ্যার স্তুপ।
কুরআন দিয়ে যারা করেনা বিচার ইচ্ছা মত দেয় সাজা,
বাজারে সব তাড়াতাড়ি আজ শিক্ষার ডঙ্কা বাজা।
          আইন নিয়ে যারা সর্বদা করে খেলা,
          ওদের বিদায় চিতা সাজা,
          তোরা শিক্ষার ডঙ্কা বাজা।
মুসলমানদের ধরেছে, মারছে, দিচ্ছে কত সাজা,
মানুষ হয়ে মানুষের প্রতি এ কেমন মানবতা।
সব দেশের সকল মানুষের রক্তের রং যখন লাল,
তবে কেন মসজিদ ভেঙ্গে, মন্দির গড়িয়ে, চলছে আজান বন্ধের তাল।
বাজারে সব তাড়াতাড়ি আজ শিক্ষার ডঙ্কা বাজা,
রক্ত নদী পেরিয়ে তোরা, ওদের বিদায় চিতা সাজা।