ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ


প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ৮:৪৪ পূর্বাহ্ণ / ১৪৫
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ

নরসিংদী জেলা  প্রতিনিধি

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা বন্ধ হয়ে যায়। তবে চালু রয়েছে বিদ্যুৎকেন্দ্রের ৪ নম্বর ইউনিট। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮ টা ২২ মিনিট এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ইউনিটটি বন্ধ ছিল।

বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সকাল থেকে বিদ্যুৎ কেন্দ্রের ২৩০ মেগাওয়ার্ড ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট ও ১৮০ মেগাওয়ার্ড ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট দুটিতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল। বেলা ২টার দিকে হঠাৎ করে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিলে বিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। তবে ৪ নম্বর ইউনিটটি তখনো চালু থাকে। পরে সেটিও ৩০ মিনিট পড়ে বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১ ঘণ্টা পর ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ৫ নম্বর ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। গ্রিড ফল্টের কারণে ৫ নম্বর ইউনিটটিতে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে বন্ধ হয়ে যাওয়া ইউনিটটি চালু করতে কাজ চলছে বলেও তিনি জানান