ঘুষ


প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ণ / ৫৬
ঘুষ
সৈয়দ ইসমাঈল হোসেন জনি
ঘুষখোরে  ঘুষ খায়
নানাবিধ  কায়দায়  ,
ভুক্তভোগী  অসহায়
পদেপদে  ঢুস পায় ।
সর্বক্ষেত্রে  ঘুষ লাগে
ঘুষ ন্যায়  মোটা দাগে ,
দেখেশুনে  কাপি রাগে
কিভাবে  দেশ আগাবে ?
জমিজমা  বিক্রি করে
ঘুষ দেয়  অতঃপরে ,
আল্লার  আরশ নড়ে
ভেবে চোঁখে  অশ্রু ঝরে ।
দেখেও  কেউ দেখেনা
কবি-লেখকে  লেখেনা ,
নৈতিক শিক্ষা  শেখেনা
শোধ হবেনা  এ দেনা  ।
করে  ধানাইপানাই
কেড়ে নেয়  পুরোটাই  ,
মনে শুধু  খাইখাই
কারো কোনো  দায় নাই  ।
খায়না কেউ  হালাল
সবগুলোই  দালাল  ,
ঘুষ খেয়ে  লালে লাল
এই হলো  হালচাল  ।
অতি লোভে  খায় ঘুষ
যতো সব  অমানুষ  ,
একদিন  হবে ঠুস
তবু কারো  নাই হুশ  ।
করো সবে  প্রতিবাদ
ঘুষ নেয়া  অপরাধ  ,
তুলে ফেলো  বিষদাঁত
মিটবে  ঘুষের স্বাদ ।
ঘুষখোর  বড়ো চোর
শালারা খুব  জোচ্চোর ,
ভেঙ্গে দাও  হাড়গোড়
কেটে যাবে  সব ঘোর  ।
এস.আই. জনি কয়
শোনো ভদ্র  মহোদয়  ,
ঘুষ নেয়া  ভালো নয়
করো  মরণের ভয়  ।
ঘুষ হলো  অভিশাপ
কবরে  হবে আযাব  ,
আল্লা  করবেনা মাফ
ঘুষ নেয়া  মহাপাপ  ।
স্পষ্ট  হাদীসের বাণী
ঘুষ প্রথা  শয়তানি  ,
বেড়ে যায়  পেরেশানি
কেনো করো  হয়রানি ?
ঘুষখোরে  কা-পুরুষ
কবে আর  হবে হুশ  ?
ঘুষ ছেড়ে  খাও জুস
সামাজিক  ব্যধি ঘুষ ।