গোলাপবাগে মোবাইল নেটওয়ার্ক নিয়ে ঝঞ্ঝাটে


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ১:৪৪ অপরাহ্ণ / ৬৮
গোলাপবাগে মোবাইল নেটওয়ার্ক নিয়ে ঝঞ্ঝাটে

নিজস্ব প্রতিবেদক:- বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল গোলাপবাগ এলাকায় মেবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন হচ্ছে। গোলাপবাগ মাঠে শনিবার গণসমাবেশ করতে অনুমতি পায় দলটি।

অনুমতির পরপরই নেতাকর্মী জড়ো হতে শুরু করেন গোলাপবাগ মাঠে। সন্ধ্যার দিকে লোক সমাগম বেড়ে গেলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে শোনা যাচ্ছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গ্রাহক সংখার চাপ বেড়ে যাওয়ায় নেটওয়ার্ক বিঘ্ন হতে থাকে। তবে রাতে নেটওয়ার্ক বন্ধের কেনো নির্দেশনা আসেনি।

ওই সূত্র আরও জানায়, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেবাইল ইন্টারনেট সেবা তথা ফেরজি সেবা বন্ধ থাকবে গোলাপবাগ এলাকায়।

বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে এরআগেও মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল।

এদিকে, মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার বিকল্প হিসেবে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে বিএনপির গণসমাবেশ লাইভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।