খেলা পাগলদের জন্য আজ রাতটা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২২, ৮:৩১ অপরাহ্ণ / ১৬২
খেলা পাগলদের জন্য আজ রাতটা

স্পোর্টস ডেস্ক :ক্রিকেট নাকি ফুটবল- কোনটা পছন্দ আপনার? ভারত-পাকিস্তান নাকি ব্রাজিল-আর্জেন্টিনা, কোন দলের সমর্থক? যদি আপনি খেলাপাগল হয়ে থাকেন, তবে আজকের রাতটা আপনার জন্য। একের পর এক ম্যাচ, দম ফেলার ফুসরতই পাবেন না!

নাগপুরে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। রাত আটটায় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে মুখোমুখি অস্ট্রেলিয়া লিজেন্ডস ও দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস।

রাত সাড়ে আটটায় করাচিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। নয়টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড নারী দল।

এরপর ফুটবল। রাত দশটায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও ইরান। কাতার-কানাডার ম্যাচ রাত ১১টায়। রাত সাড়ে ১২টায় ঘানার মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

রাত পৌনে একটায় শুরু হবে উয়েফা নেশনস কাপের দুই ম্যাচ। একটিতে মুখোমুখি জার্মানি-হাঙ্গেরি। অপরটি হাইভোল্টেজ লড়াই, ইতালি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। রাত শেষ হতে না হতেই ভোরে আবার আর্জেন্টিনার ম্যাচ। ভোর ৬টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা।

এক নজরে ম্যাচগুলো
সন্ধ্যা ৭.৩০ : ভারত-অস্ট্রেলিয়া (দ্বিতীয় টি-টোয়েন্টি)
রাত ৮.০০ : অস্ট্রেলিয়া লিজেন্ডস-দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস (রোড সেফটি সিরিজ)
রাত ৮.৩০ : পাকিস্তান-ইংল্যান্ড (তৃতীয় টি-টোয়েন্টি)
রাত ৯.০০ : বাংলাদেশ নারী দল-থাইল্যান্ড নারী দল (বিশ্বকাপ বাছাই সেমি)
রাত ১০.০০ : উরুগুয়ে-ইরান (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
রাত ১১.০০ : কাতার-কানাডা (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
রাত ১২.৩০ : ব্রাজিল-ঘানা (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
রাত ১২.৪৫ : জার্মানি-হাঙ্গেরি, ইতালি-ইংল্যান্ড (উয়েফা নেশনস কাপ)
ভোর ৬.০০ : আর্জেন্টিনা-হন্ডুরাস (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)