কুরিয়ার সার্ভিসে এলো ৬ হাজার ইয়াবা, গ্রেফতার ১


প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২২, ৭:৫৬ অপরাহ্ণ / ৭৭
কুরিয়ার সার্ভিসে এলো ৬ হাজার ইয়াবা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি:-  কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো ৬ হাজার ইয়াবাসহ সাইদ মোহাম্মদ নোবেল (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাইদ মোহাম্মদ নোবেল কক্সবাজারের উখিয়া এলাকার সাবের আহমেদের ছেলে।

নিবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নলজানী রেডএক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে আসা একটি কাঠের তৈরি ড্রেসিং টেবিল জব্দ করা হয়। এ সময় ড্রেসিং টেবিলটি নিতে আসা সাইদ মোহাম্মদ নোবেলকে আটক করা হয়। পরে ড্রেসিং টেবিল তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে সাইদ মোহাম্মদ নোবেল পুলিশকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি কৌশলে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছেন। এসব ইয়াবা গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তিনি। কক্সবাজার থেকে এক রোহিঙ্গা ইয়াবা ট্যাবলেট কুরিয়ারের মাধ্যমে পাঠায়। প্রাথমিকভাবে সাইদ মোহাম্মদ নোবেলকে রোহিঙ্গা হিসেবে সন্দেহ করা হচ্ছে। ওই ঘটনায় বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা দায়ের করা হয়েছে।