কালিয়ায় মৃত্যু স্বজন কে দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মা ছেলের মৃত্যু, নিখোঁজ ৫ উদ্ধার ৯


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২২, ১০:২২ পূর্বাহ্ণ / ১৬২
কালিয়ায় মৃত্যু স্বজন কে দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মা ছেলের মৃত্যু, নিখোঁজ ৫ উদ্ধার ৯

স্টাফ রিপোর্টার, মো মামুন মোল্যাঃ

নড়াইল জেলা কালিয়া উপজেলার মৃত্যু স্বজন কে দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে  মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 স্থানীয় সূত্রে জানা যায় নৌকার মাঝি অতিরিক্ত যাত্রী উঠানোর  কারণে  মাঝ নদীতে নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতের টানে  তলিয়ে যায়।
গতকাল  ৩০-১২-২২( শুক্রবার)  রাত সাতটা বিশ মিনিটের  দিকে বাহির ডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে যাওয়ার  সময় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হল পার বাহিরডাঙা গ্রামের ইনামুল মন্ডলের মেয়ে এবং  বাবুপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) এবং তার পুত্র নাসিম (২)।
 জীবিত উদ্ধার হয়েছে ৯ জন এবং  আরো ৪ জন নিখোঁজ রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
 নিখোঁজ ব্যক্তিরা হলেন মাহমদ শেখ (৫৪) রয়েল মন্ডল (৩০) লাবু শেখ (গ্রাম পুলিশ)(২৮)খান জাহান আলী (৫০)
নিখোঁজ ব্যক্তিদের এখনো ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।  নিখোঁজ ব্যক্তিরা হলেন ১.মাহমুদ শেখ (৪৫) ২.রয়েল মন্ডল (৩০) ৩.লাবু শেখ(২৮) ৪.খান জাহান আলী (৫০)।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন
ফাতেমা (২)  শিহাব মন্ডল ৩ সালমা বেগম(৩৫) রিনি বেগম (৪০)  সাবানা বেগম(৫০)   রত্না বেগম(৪০)  আনোয়ারা বেগম(৩৫)  মনির মন্ডল (৫০) ফাতেমা বেগম (৪৫) স্থানীয় এই নদীতে এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে । এ মৃত্যুতে  এলাকাবাসী শোকাহতো।
মাউলী  ইউনিয়নের চেয়ারম্যান রোজি হক এ মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তার সূত্রে জানা যায় নিহতের দাদির মৃত্যুর খবর শুনে পার বাহির ডাঙা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের উদ্ধার কাজে ১৩  ফায়ার সার্ভিস সদস্যরা এবং ৩ ডুবুরি সদস্য কাজ করছে বলে জানান স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান ।