কলম যোদ্ধা


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৯:২২ অপরাহ্ণ / ১৫৩
কলম যোদ্ধা
মুহাম্মদ সিরাজুল ইসলাম। 
লেখক খুঁজে মেধার ঘরে
করে নতুন সৃষ্টি, ,
বর্ণমালায় শব্দ যোজন
ঝড়ে বর্ণ বৃষ্টি।
কবির কলম ঐশি শক্তি
প্রভু করে মায়া,
নিত্য নতুন সৃষ্টির মাঝে
থাকে শুধু ছায়া।
সত্য মিথ্যা যাচাই করে
পৌঁছায় যেনো  বাণী,
চলছে কলম কাব্য নগর
বাগে কাব্য দানি।
নিষ্প্রাণ অধিকার আদায়  করে
মানবতার কুলে,
যুগে যুগে লেখক কবি
কলমে ফুটাই ফুলে।
কবি কন্ঠ কুন্ঠিত নহে,
সাহস করে বলে,
শব্দে বর্ণের যোদ্ধা কলম,
শব্দের উৎস দলে।
আমি অধম সিরাজুল
আছি শব্দে পড়ে,
সময় পেলে লিখে  চলি
ফিরি বর্ণের ঘরে।