কর্ণফুলী নদীর স্মৃতি। 


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ / ১২১
কর্ণফুলী নদীর স্মৃতি। 
মুহাম্মদ সিরাজুল ইসলাম। 
টেকে বাঁকে কর্ণফুলি
অপরূপ তার  সাজে,
মন মাতানো স্মৃতি মাখা
আছে তাহার মাঝে।
কর্ণফুলির নদীর পাড়ে
নানা রূপ যে মিলে,
ছোট ছোট সাম্পান ভীড়ে
ভালো লাগে দিলে।
স্মৃতি মাখা কর্ণরাণী
থাকে  জলের  দেশে,
রাত নিশিতে জলে ভাসে,
আসে পরীর বেশে।
সাম্পান চালায় মাঝি জানি
বৈঠার তালে গানে,,
জল তরঙ্গে  সূর্য হাসে
 দেখো জলের পানে।
কর্নফুলির দুই যে  পাড়ে
বসত করে মাঝি,
জেলেরা সব জালটা ফেলে
মৎস্য ভরে সাজি।
লুসাই কন্যা ভেসে আসে
নিত্য নতুন জলে,
হেঁসে খেলে ঢেউ যে তোলে
আাঁকা বাঁকা চলে।
নৌকায়  বসে বাজায় বাঁশি
নূরালী ঐ  সুরে।
ভাটিয়ালী  পল্লী গীতি
টানে হৃদয় পুরে।