এবার চট্টগ্রামে ইতিহাস বদলাতে পারবে টাইগাররা?


প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ / ৮১
এবার চট্টগ্রামে ইতিহাস বদলাতে পারবে টাইগাররা?

বিশেষ সংবাদদাতা :-  অনেক দিন পর ঘরের মাঠে একটা ভিন্ন পরিবেশ-পরিস্থিতির মুখোমুখি টিম বাংলাদেশ। ইতিহাসকে মানদন্ড ধরলে দেখা যাবে, গত প্রায় ৭ বছর টানা ৭ সিরিজে চট্টগ্রামের ম্যাচ মানেই ছিল টাইগারদের প্রতিপক্ষকে ধবল ধোলাই বা ‘বাংলাওয়াশের’ ম্যাচ। বেশিরভাগ ক্ষেত্রে ঢাকায় প্রথম ২ ম্যাচ জিতেই চট্টগ্রাম গেছে স্বাগতিকরা।

গতবছর, তথা ২০২২ সালে আফগানিস্তান ও ভারতের সাথে দু’দুটি সিরিজে ২-০‘তে এগিয়ে থেকে ধবলধোলাইয়ের ম্যাচ হয়েছে চট্টগ্রামে। দুটিতেই হেরেছে টাইগাররা। শেষ পর্যন্ত ২-১‘এ সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের।

কিন্তু এবার আর সে অবস্থা নেই। ৭ বছর পর সিরিজ হেরেই চট্টগ্রামে গেছে এবার টিম বাংলাদেশ। অন্যবারের মত তামিম বাহিনীর সামনে এবার আর তাই সিরিজ বিজয়ের হাতছানি নেই। প্রতিপক্ষকে ‘বাংলাওয়াশ’ করার সুযোগও নেই। বরং আছে নিজেদের ধবলধোলাইয়ের হাত থেকে বাঁচার তাগিদ।

ঢাকায় প্রথম ২ ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করেছে তামিম ইকবালের দল। এখন চট্টগ্রামের শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে।

ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে গত বছর দু’দুটি সিরিজে আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে ২-০’তে এগিয়ে চট্টগ্রামে শেষ ম্যাচ হেরেছে টাইগাররা।

গতবছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে এই চট্টগ্রামে প্রথম দুই ম্যাচ ৪ উইকেট ও ৮৮ রানে জিতে শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। আর ডিসেম্বরে রোহিত শর্মা ও বিরাট কোহলির ভারতের বিপক্ষে শেরে বাংলায় প্রথম ২ ম্যাচ যথাক্রমে ১ উইকেট ও ৫ রানে জিতে সাগরিকায় শেষ ম্যাচে ২২৭ রানের বিশাল ব্যবধানে হার মানে বাংলাদেশ।

আর এবার ঢাকায় যথক্রমে ৩ উইকেট ও ১৩২ রানে হেরে ২-০‘তে হেরে সিরিজ হাতছাড়া করে তারপর সাগরিকায় মাঠে নামবে তামিমের দল।

অর্থাৎ সান্ত্বনার জয় পেতে এবার ইতিহাস বদলাতে হবে। ঢাকায় হেরে চট্টগ্রামে জিততে হবে। গতবছর দু’বার এর উল্টোটা হয়েছে। জিততে জিততে চট্টলায় গিয়ে প্রথমে আফগানিস্তান, পরে ভারতের কাছে হেরেছে টাইগাররা। এবার ঢাকায় হারা তামিমের দল কি ইতিহাস বদলাতে পারবে চট্টগ্রামে?