পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২২, ৭:০২ অপরাহ্ণ / ১০৯
পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে কম্বল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮-বিজিবি) উপ-শাখা সীপকস এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (২৯-নভেম্বর) সকালে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮-বিজিবি) এর প্যারেড মাঠে এলাকার শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয় । বর্ডার গার্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সীপকস এর নির্দেশনা অনুযায়ী উপ-শাখা সীপকস, পঞ্চগড় এর পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে । উপ-শাখা সীপকস,পঞ্চগড় এর সাধারণ সম্পাদিকা তামজিদা খাতুন এলমা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন । কম্বল হাতে পেয়ে খুশী মনে বাড়ি ফিরেন স্থানীয়রা । এ সময় তারা বলেন, আমারা অসহায় মানুষ । শীতবস্ত্র কেনার মত সামর্থ্য নেই । বিজিবি পরিবার আমাদেরকে একটি করে কম্বল দিয়েছে । প্রতি বছর এভাবে দেয় । আমারা বিজিবি পরিবারের জন্য সৃষ্টিকর্তার কাছে মন থেকে দোয়া করছি । ষাটউর্ধ এক বৃদ্ধা মহিলা বলেন, আমাকে দেখাশোনা করার মত তেমন কেউ নেই । ঠান্ডার কারনে রাত্রে ঘুমাতে অনেক কষ্ট হয় । আজকে একটা কম্বল পেয়েছি । এটা গায়ে জড়িয়ে ঘুমাতে পারবো । আমি কম্বল পেয়ে অনেক খুশী । এ বিষয়ে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮-বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, আজকে উপ-শাখা সীপকস এর পক্ষ থেকে স্থানীয় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । পরিবর্তে প্রতি বছরের ন্যায় উদ্ধতর্ন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে । বিজিবি এর জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন পঞ্চগড় জেলার স্থানীয় সাধারণ মানুষ । তারা বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তে বসবাসরত সাধারণ অসহায় মানুষের জীবনমান উন্নয়নে যেভাবে কাজ করছে তা নিতান্তই মহতী উদ্যোগ । জাতীর এই শ্রেষ্ঠ সন্তানদের ও তাদের পরিবারের জন্য সর্বাবস্থায় কল্যাণ কামনা জানিয়েছেন স্থানীয় অনেকেই ।