ইস্যু


প্রকাশের সময় : মে ২১, ২০২৩, ৩:৫৫ অপরাহ্ণ / ৭৯
ইস্যু
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
দেশ-বিদেশে প্রতিদিনি
ঘটছে নানান ইস্যু,
একের পরে আরেকটা ভাই
হচ্ছে নানান কিছ্যু।
একটার রেশ যেতে না যেতেই
হয় আরেকটা সৃ্ষ্টি,
ইস্যুর নিচে চাপা পড়ে
কোটি লোকের দৃষ্টি।
আজকে তেলের দাম বাড়িলে
কালকে বাড়ে চিনি,
চাউল ডাউল মাংস কিনতে
হচ্ছে সবাই ঋণ’ই।
রাজনীতি আর অর্থনীতি
ইস্যুর নেই তো শেষ,
ইস্যু মুক্ত চললে ধরায়
উন্নয়ন হয় দেশ।।