ইস্তানবুলে হামলাকারী গ্রেফতার, সন্ত্রাসবাদী হামলা বলছেন এরদোগান


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৫:১০ অপরাহ্ণ / ৭৪
ইস্তানবুলে হামলাকারী গ্রেফতার, সন্ত্রাসবাদী হামলা বলছেন এরদোগান

অনলাইন ডেস্ক:- তুরস্কের ইস্তানবুলে বিস্ফোরণ ঘটানো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ইতোমধ্যে এ ঘটনায় ‘জঙ্গি যোগসূত্রের’ অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই গোটা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

রোববার বিকালের এ হামলায় ৬ জন নিহত এবং অন্তত ৮১ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এ হামলার নেপথ্যে রয়েছে এক নারী। বিস্ফোরণের কিছু আগেই ওই নারী একটি পার্সেল রেখে দিয়ে সেখান থেকে পালাতে দেখা গেছে।

এদিকে বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে এরদোগান বলেছিলেন, এখনই এ বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলে নিশ্চিত করে বলা যায় না। তবে সন্ত্রাসবাদের আলামত তো রয়েছে।’

এদিকে এ হামলার পরই বিস্ফোরণ সংক্রান্ত কোনো ভিডিও সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তুরস্ক এ হামলার পেছনে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকেকে দায়ী করছে।