ইরাকে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ কর্মকর্তা নিহত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২২, ৪:৩৫ অপরাহ্ণ / ৮৯
ইরাকে বোমা বিস্ফোরণে ৯ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:-  ইরাকে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়েছেন। কনভয়ে করে যাওয়ার পথে বোমা হামলার শিকার হন তারা।

রোববার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯০ কিলোমিটার (১৮০ মাইল) দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

গ্রামটি কিরকুট থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হওয়ার পাশাপাশি দুজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, চালাল আল-মাতার গ্রামের কাছে পুলিশ বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়।

ইসলামিক স্টেট গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

আইএস ইতিমধ্যেই বলেছে, বুধবার বাগদাদের কাছে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে তিন ইরাকি সেনা নিহত হওয়ার পেছনে তাদের হাত ছিল।

ওই এলাকাটিতে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।

কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে।

২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেল ইরাকের নিরাপত্তা বাহিনী। কিন্তু আইএসআইএলের সদস্যদের তৎপরতা বেড়ে গেলে কিরকুক ছেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এরপর ফের এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স