আসল ঘাঁটি  


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ৮:২৪ অপরাহ্ণ / ১০০
 আসল ঘাঁটি  
সৈয়দ ইসমাইল হোসেন জনি 
মরার পরে জনম ভরে
থাকতে হবে মাটির ঘরে ,
দালান কোঠা রঙিন বাড়ি
যাইতে হবে সবই ছাড়ি ।
আপন বলে ভাবছি যারে
সেইতো পাশে থাকবে নারে ,
ঘুরছি মিছে ধনের পিছু
নিজের বলে নাইরে কিছু ।
আসছি শূন্য যাইবো শূন্য
থাকবে সাথে পাপ ও পুণ্য ,
হঠাত আমি যাইবো মরি
কিসের এতো বড়াই করি ?
আমল যদি না-হয় ভালো
আসবে নেমে আঁধার কালো ,
মরার পরে বিচার হবে
কর্মের ফলে ফাঁসবে সবে ।
আল্লায় যদি সহায় থাকে
শ্রদ্ধার সাথে  ডাকছি তাকে
সরল মনে ভাবছি হাচা
পূরণ হবে আমার আশা ।
ঈমান যেনো অটুট থাকে
খেলনা ভাবি জীবনটাকে ,
হারাম খেতে চাইনা কভু
খারাপ থেকে বাঁচান প্রভু ।
বোকার মতো বড়াই করে
চলবো নারে ধরার পরে
অনেক ভেবে বলছি খাঁটি
কবর হবে আসল ঘাটি ।