আরো ১৫ লাশ উদ্ধার নিখোঁজ-৩০.ঘটনা স্থল পরিদর্শনে রেলপথ মন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ / ১৯০
আরো ১৫ লাশ উদ্ধার নিখোঁজ-৩০.ঘটনা স্থল পরিদর্শনে রেলপথ মন্ত্রী
মাজহারুল ইসলাম  পঞ্চগড় জেলা  প্রতিনিধিঃ- করতোয়ায় নৌকা ডুবিতে আরো ১২ মরদেহ উদ্ধার, নিখোঁজ -৩০। গতকাল কিছু লাশ নদীর স্রোতে ভেসে খানাসমা দিনাজপুর বীরগঞ্জ আত্রাই ও পুর্নভবা নদীতে ভেসে উঠেছে বলে সংশ্লিষ্ট এরাকার থানা প্রশাশন খবর জানিয়েছে।এখনো মৃত লাশ উদ্ধারের কাজ চলছে এযাবত আরো- ১৫ লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।গতকাল বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাটে করতোয়া নদীতে ২৫ সেপ্টেম্বর নৌকা ডুবিতে মৃতের সংখ্যা- ২৫ নিখোঁজ -৩০ ছিল।  এখনও নিখোঁজের সন্ধানে স্বজনদের আহাজারি ও শোকের মাতম চলছে করতোয়া নদী পাড়ে।
     নৌকা ডুবি মরদেহ পরিবারদের পরিদর্শনে রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি
 ও পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জহুরুল ইসলাম,
 নৌকা ডুবি মরদেহ পরিবারদের পরিদর্শনে রেলপথ মন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান 
বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী জেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক সহযেগিতার জন্য  গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় আউলিয়া ঘাট নৌকা ডুবি স্থান পরিদর্শন করেন।এসময় প্রতিটি নিহত পরিবারদের ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান  করেন ও শোকাহত পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, মন্ত্রী বলেন, অতি শিঘ্রই আউলিয়া ঘাট ব্রীজের কাজ  সম্পন্ন হওয়ার আস্বাস দেন। মন্ত্রী মহোদয় উপস্থিত সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সজাগ করে বলেন,নদী পারাপারে সময়  বড়  নৌকায় ২০ জন ও ছোট নৌকায় ৫ জনের অতিরিক্ত যাত্রী উঠা নিষিদ্ধ ঘোষনা করেছেন এবং  নদী পারাপারের সময় সকল জন সাধারনকে সর্তক থাকার নির্দেশ দেন এব্যাপরে  জেলা প্রশাসককে বাকি মরদেহ ও নিখোঁজ ব্যাক্তিদের  উদ্ধার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক,ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  আনোয়ার সাহাদাত সম্রাট, বোদা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউসুফ আলী দুলাল, বোদা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু ইমতিয়াজ হোসেন মির্জা সহ পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।