আমি কোন কবি নই


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ১:৪৩ পূর্বাহ্ণ / ৯৯
আমি কোন কবি নই

মাজহারুল ইসলাম

মায়াবি শরৎ স্নীন্ধ রূপসির কোল কবিতার মত সুন্দর। তোমার সৌন্দর্য নিয়ে কবিতা লেখি তাই বলে আমি কোন কবি নই, তোমার সৌন্দর্য আমাকে কবিতা লেখায়।
 রূপসী এ বাংলায় রৌদ্র দুপুরে ঝরে পড়া গোলাপটি আমাকে খুব ভাবায়, রাতের আঁধারে মিটিমিটি তারা জোনাকির আলো আমার কবিতার লাইন সাজিয়ে দেয়।শরতের কী অপরূপ দৃশ্য সম্ভার আমাকে হাজারটা শব্দ শিখিয়ে দেয়।
তোমার মুখের মিষ্টি হাসি দুর্দান্ত আবৃতি আমাকে ভাবায়,তোমাকে ভালোবাসার মাঝে
আমি খুঁজে পাই শত কবিতার লাইন।
তাইতো তোমাকে নিয়ে আমি কবিতা লেখি।
একটি রঙিন প্রজাপতির ডানায় আমার হাজার স্বপ্ন আঁকি,রঙিন ডানায় ফুলের পরশ নিয়ে  উড়োউড়ি আমাকে মুগ্ধ করে, প্রকৃতির রূপ রঙে ভরা দেহখানি দেখে  আমি নানা শব্দের কবিতা বুনি।