আমার বাংলাদেশ


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২২, ৯:০২ পূর্বাহ্ণ / ৯৫
আমার বাংলাদেশ
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
এই ধরাতে সবুজ শ্যামল
আছে যতো দেশ।
রুপে গুণে সবার সেরা
প্রিয় বাংলাদেশ।
বারমাসে ছয় ঋতু ভাই
আমার দেশে হয়।
চির স্বাধীন আমার দেশরে
ধরায় নেই তাঁর ক্ষয়।
মিলেমিশে সকল জাতির
এথায় বসবাস।
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে
জমিন করে চাষ।
ক্ষেতে ফসল ফলে সবাই
আনে আপন ঘর।
সুখে দুখে থাকে সতত
নেইতো কেহ পর।
ঈদ পুজো সব পালন করে
ধুম ধুমা ধুম বেশ।
সহিষ্ণুতায় ধরায় বিরল
আমার বাংলাদেশ।