আবার মিছিল হবে


প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৩, ৮:২৮ পূর্বাহ্ণ / ১৬০
আবার মিছিল হবে

মাজু ইব্রাহীম

একুশ তুমি কেমন আছো?
সালাম তোমার তরে;
ভিন ভাষীদের লম্বা লাইন-
দেখি তোমার ঘরে।
খালু, মামা, কাকা, পিসি!
সবাই দেখি আছে;
তাই শুধালাম একুশ তোমায়-
দিনকি ভালো আছে।
নাই কো ভালো আমার মা!
ডুকরে ডুকরে কাঁদে;
ছেলে আমার জড়িয়ে গেছে-
ভিনভাষীদের ফাঁদে।
আয়রে রফিক; আয়রে শফিক!
আয়রে ফিরে আয়;
মায়ের মুখের বুলি বুঝি-
ধুলিতে মিশে যায়।
মায়ের ডাক শুনে কি?
পারবি ওরে থাকতে;
সাধ্য কার! আছে আর-
তোদের পারবে রাখতে।
সেদিন কোন দালাল-গোলাম!
পার পাবে না তবে;
একুশ তুমি সাক্ষী থেকো-
মিছিল একটা হবে।
আকাশ-পাতাল কাঁপবে সেদিন!
দালাল মুক্ত বাংলা চাই;
হাসবে আবার আমার মা-
রক্ত দিবে আমার ভাই।