আজও মাটির ঘ্রাণ পাই


প্রকাশের সময় : জুন ২৭, ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ / ৪০৬
আজও মাটির ঘ্রাণ পাই
রফিকুল ইসলাম মানিক
বৃষ্টিস্নাত সন্ধ্যা মিষ্টি কিছু সুখ স্মৃতির আয়নায় ভর করে জীবন কাটাতে ইচ্ছে করে  মনের আনন্দে।
জাগতিক টানাপোড়েন দূরে ঠেলে ঘাসফুল আনন্দ দেয়,গোলাপকে আজকাল আর হৃদয় টানতে চায়না।
দৈনন্দিন কাজের ফাঁক ফোঁকরে প্রকৃতির সান্নিধ্যে যেতে ইচ্ছে করে, মন ছুটে যায় দুরের অদূরে।
মনের অজান্তেই ইচ্ছে গুলো মৃত্যু পরোয়ানা জারি করে।
অল্প সুখ হাত বাড়িয়ে অধিক কষ্টর কাছে হার মানে নিজেই আজকাল বড্ড দোটানায় ভোগে অল্প বিস্তর।
শৈশবের সোনালি সন্ধ্যা পিচ্ছিল কাদাময় গ্রামীণ মাটির পথের ঘ্রাণ আজও নাকে লেগে আছে সুখে।
তালাশে শেষ শুন্যে’র অংশীদারত্বের ঠাঁই মেলে অলক্ষ্য অবধারায়
এখানে অন্তমিলের সম্ভাবনা খুবই নগন্য,
ভালোবাসার আড়ালে যা কিছু সবই নিছক সান্ত্বনা কিংবা শান্তি ।।
জ্যামিতিক মারপ্যাঁচে দোটানার জীবন থেকে ছুটি নিয়ে একদিন নিশ্চয়ই পৌঁছবো কাঙ্খিত পথে।