অজানা পথিক।


প্রকাশের সময় : জানুয়ারি ২৩, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ / ৮৮
অজানা পথিক।
মুহাম্মদ সিরাজুল ইসলাম। 
থাকতে তো  চাই বহু দূরে
অজানা পথিক,
মমতাভরে সততা ঘিরে
দিগন্তের”ই দিক।
ঘুরেছি ঐ নদীর ধারে
শুনিতে মাঝির গান,
দেখেছি ফসলের মাঠ
কৃষক কাটে ধান।
এসেছি আমি  নগর শহর
নিয়েছি যে খবর,
পথশিশু মজুর কুলি
কষ্টে আছে জবর।
হাঁটিলাম আঁকাবাঁকা
শ্যামল মেঠোপথ,
রংবেরঙের মানুষ তাঁরা
খুঁজছে অজানা রথ।
কেমন করে থাকবো বলো
তাদের থেকে দূর,
তারা আমার হারাই যাওয়া
ভালোবাসার সুর।