হজরত মুহাম্মদ (সঃ)
প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৯:০০ অপরাহ্ণ /
৯৭

সৈয়দ ইসমাইল হোসেন জনি
হ – হয়ে তিনি চির এতিম
আসলেন নবী ইহকালে ,
জ – জন্ম নিলেন কুরাইশ বংশে
পাঁচশো সত্তর সালে ,
র – রটে গেলো মুখেমুখে
নবীজির আগমন বার্তা ,
ত – তখন থেকে চিন্হিত হলো
অন্য ধর্মের অসারতা ,
মু – মূর্তিগুলো ভেঙ্গে পরলো
পবিত্র ক্বাবা ঘরে ,
হা – হাসি ফুটলো সবার মুখে
খুশী হলো পরস্পরে ,
ম – মরুর হাওয়া ছুটলো বেগে
নবীজির বার্তা নিয়ে ,
ম – মনের আনন্দে সকল মাখলুক
সালাম জানায় সম্মান দিয়ে ,
দ – দলেদলে দুরুদ পড়েন
আসমানের ওই ফেরেস্তারা ,
মো – মোহাম্মদ মোহাম্মদ বলে
খুশীতে সব আত্মহারা ।
স – সর্বশ্রেষ্ঠ মহামানব
নবীদেরও সর্দার তিনি ,
ত – তরুলতা আকাশবাতাস
নবীর প্রেমে হুতাশীনি ,
ফা – ফানাফিল্লা হয়ে যেতেন
আল্লাহর প্রেমে রাসূলুল্লাহ
সঃ – (সঃ) (আঃ) দুরুদ পড়েন
নবীর নামে স্বয়ং আল্লাহ ।
আপনার মতামত লিখুন :