স্বার্থপর
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৯:৪২ পূর্বাহ্ণ /
১২৯

সৈয়দ ইসমাইল হোসেন জনি
বেদনার বিষে আক্রান্ত আমি
চলতে চলতে হঠাৎ থামি ,
চিন্তায় চিন্তায় গেলাম ঘামি
বাঁচাও আমাকে হে অন্তর্যামী ।
আপন লোকজনে ভুল বুঝে
মুক্তির উপায় পাইনা খুঁজে ,
লজ্জায় থাকি আমি মাথা গুজে
পড়েছি ভীষণ কনফিউজে ।
যাদেরকে আমি ভাবি আপন
তারাই দেয় জীবন্ত দাফন ,
মরার আগে পরায় কাফন
এভাবে করছি দিন যাপন ।
সইতে পারিনা ব্যথার জ্বালা
জীবনটা আমার ফালাফালা ,
পরায় আমায় মিথ্যার মালা
অহেতুক করে অন্তর কালা ।
সবাই আমাকে ফুটায় হুল
ঝরে পরে যায় ফুটন্ত ফুল ,
মানুষ চিনতে করছি ভুল
পদেপদে দেই সেই মাশুল ।
ভুল বুঝে সবে করে অপমান
হৃদয় ভেঙে হলো খানখান ,
সর্বদা গাই বিরহের গান
হে অন্তর্যামী আমাকে বাঁচান ।
কেউ শোধায়না আমার ঋণ
অন্তরেতে বাজে ব্যথার বীণ,
বেদনায় পার করছি দিন
আজ আমি উপায়হীন ।
যারে ভাবি আপন সে হয় পর
সাধু সেজে এসে ভাঙে অন্তর ,
বেদনায় কাঁদি জীবনভর
মানুষ কেনো এতো স্বার্থপর ?
আপনার মতামত লিখুন :