নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ।
(২৯ অক্টোবর) রবিবার বি এনপি, র ডাকা সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতালকে প্রত্যাখ্যান করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা, মোগরা পাড়া চৌরাস্তা ও ঢাকা-চট্টগ্রাম ঢাকা সিলেট লিংক রোডে সাবেক সাংসদ (নারায়ণগঞ্জ- ৩) আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে থানা আওয়ামী লীগ এই শান্তি সমাবেশ করেন। সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এই হরতালকে প্রত্যাখ্যান করে এই হরতাল আহবানের জন্য বিএনপিকে নিন্দা জানান।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে আব্দুল আল কায়সার’ বিএনপি জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের করা সমালোচনা করে বলেন গতকাল (২৮ অক্টোবর) মহা সমাবেশের নামে বিএনপি, যে নৈরাজ্য করেছে তা দুনিয়ার মানুষ দেখেছে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হামলা করেছে , প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশ হাসপাতালে আক্রমণ করেছে, নৃশংসভাবে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে, বাসের মধ্যে ঘুমিয়ে থাকা নিরীহ হেলপার কে পুড়িয়ে হত্যা করেছ, তাদের এ সকল কর্মকান্ডেই প্রমাণিত হয় বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।
এ সময় তিনি সরকার ও নির্বাচন কমিশন এর কাছে বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানান। তিনি বিএনপি জামাতের হরতাল- অবরোধের নামে যেকোন নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করার ঘোষণা দেন।
পাশাপাশি বাংলাদেশের চলমান উন্নয়নও অগ্রযাত্রার পথ সচল রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান (মাসুম), দপ্তর সম্পাদক মোস্তফা কামাল নিলু, সদস্যা হালিম মেম্বার, থানা যুবলীগের সভাপতি, রফিকুল ইসলাম (নান্নু), সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, থানা ছাত্রলীগ সভাপতি, রাইসুল ইসলাম (রাসেল), সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (সাগর) সহ থানা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :