সালাম জানাই


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২২, ৮:৫১ অপরাহ্ণ / ৯৮
সালাম জানাই
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শেরপুর, বগুড়া।
নবীর নামটি শোনার পরে
সকল মুসলমানে,
ভক্তি ভরে দরুদ পড়ো
প্রিয় নবীর শানে।
প্রিয় রাসুল না আসিলে
এই না জগৎ মাঝে,
করতো না ধরনী সৃজন
প্রভু সুন্দর সাজে।
নবীর তরে পাইছি মোরা
সাধের রঙিন ধরা,
তাইতো সতত নবীর শানে
দোয়া দরুদ পড়া।
সোনার বাংলার ভূমি হতে
প্রিয় রাসুলে ভাই,
মিলাদ মাহফিল নামাজ মাঝে
সতত সালাম জানাই।।