ArabicBengaliEnglishHindi

সার্বিক বিষয়ে অবদান রাখায় শ্রেষ্ট পুরস্কার পেলেন বদরগঞ্জ থানার ইন্সপেক্টর শফিক।


প্রকাশের সময় : জানুয়ারি ১৩, ২০২৩, ৪:০৩ অপরাহ্ণ / ২৮
সার্বিক বিষয়ে অবদান রাখায় শ্রেষ্ট পুরস্কার পেলেন বদরগঞ্জ থানার ইন্সপেক্টর শফিক।

আবু রায়হান, রংপুর :- আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সার্বিক বিষয়ে অনবত অবদান রাখায় বদরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল ইসলাম শফিককে জেলার শ্রেষ্ট ইন্সপেক্টরের পুরস্কারে ভূষিত করেছে রংপুর জেলা পুলিশ ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় শেষে তার হাতে পুরস্কার ও সম্মননা ক্রেষ্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত (পুলিশ সুপারে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার মধু সৃদন দত্ত,,এডিশনাল এসপি সুলতানা রাজিয়া, আবু রায়হান, সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম ও আট থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের প্রধানগণ। দেশের উন্নয়নের লক্ষ্যে সকলের মৌলিক অধিকার রক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলার যাতে বিঘ্ন না ঘটে এবং প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে সর্বদা সজাগ থাকার জন্য সকল পুলিশ সদস্যকে আহবান জানানো হয়।

%d bloggers like this: