ArabicBengaliEnglishHindi

 শৈশব


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ / ৫৪
 শৈশব
মোঃ ইসহাক মিয়া
অতীতের কত ক্ষণ ভাসে আঁখি পাতে
শৈশবের স্মৃতি গুলো হৃদে করে ভীর
হেসে খেলে কত দিন ভুলিতাম নীর
সারাবেলা বয়ে যেত প্রকৃতির সাথে।
লাফিয়ে ডুব সাঁতার দিয়ে তটিনীতে
ভেজা কাপড় শুকাই দিয়ে রদ্দুর
বট ডালে দোল খেলে কাটিত দুপুর
প্রজাপতি ন্যায় লুটি মৌ প্রসূন হতে
আজ শুধু কেবলই স্মৃতি শত প্রীতি
যারা ছিল সদা সঙ্গী নেই কারো খুজ,
জানি না আজ কে কোথা কিভাবে রয়েছে।
সংসার ধর্ম পালনে সবে কর্মে মাতি
হবে না এ জন্মে আর একসাথে ভোজ,
নেই কারো দোষ সবে সময় পাল্টেছে।
%d bloggers like this: