শিক্ষা


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ / ৪৪
শিক্ষা

লাবনী খানম

শিক্ষা খোলে জ্ঞানের দুয়ার
করো তারে,ভক্তি,
জাগায় যত বুদ্ধি বিবেক
অদৃশ্য তার শক্তি।

শিক্ষারে তাই করো চর্চা
সফল হওয়ার যুক্তি,
মনুষ্যত্বের বিকাশ ঘটে
আঁধারের হোক মুক্তি।

জ্ঞানের মশাল দাও জ্বালিয়ে
সারা ভুবন জুড়ে,
হতাশ -বিষাদ নিশ্চিহ্ন হোক
দূর গগনে উড়ে।

বিদ্যা ফোটায় মুখের হাসি
সন্দেহ নাই তাতে,
ধনী -গরীব সকল শিশুর
কলম তোলো হাতে।

আদর্শবান করে শিক্ষা
চোখের পর্দা খুলে,
আরাধনায় রও গো ব্যস্ত
প্রভুর কাছ হাত তুলে।