শরৎ
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২২, ১:২১ অপরাহ্ণ /
৩৭৮

মো মামুন মোল্যা
নীল গগনে ধবল কালো মেঘ ছুটেছে কই?
পাখির দলে নীল গগনে ডানা মেলেছে সই।
চতুর দিকে আঁধারে ঘেরা বৃষ্টি এসেছে ঝেঁপে,
ফসল দেখে চাষির মুখে মধুর হাসি চাপে।
বাড়ির পাশে ফুল বাগানে ফুটছে কত ফুল,
কামিনী কিংবা শিউলি ফুলে সুগন্ধে ভরে দিল।
সরব করে বন্যা এসেছে নদী ভরেছে জলে,
নদীর চরে কাশ ফুলেরা হাওয়া পেয়ে দোলে।
আপনার মতামত লিখুন :