ArabicBengaliEnglishHindi

শব-ই-মিরাজের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা সোমবার


প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৩, ৭:১৯ অপরাহ্ণ / ৪৪
শব-ই-মিরাজের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা সোমবার

ইসলামিক ডেস্ক :- ঢাকা: পবিত্র শব-ই-মিরাজের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী সোমবার (২২ জানুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ফলে সোমবার জানা যাবে পবিত্র শব-ই-মিরাজ কবে!

রোববার (২২ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শব-ই-মিরাজের তারিখ নির্ধারণ এবং পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

টেলিফোন নম্বরগুলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ এবং ০২-৪১০৫০৯১৭।

%d bloggers like this: