ArabicBengaliEnglishHindi

লোডশেডিং


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ / ৩২
লোডশেডিং
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
আমরা যদি হই সচেতন
যতো মানুষ দেশে,
নিজের হাতে বন্ধ করি
সুইচ কাজের শেষে।
বন্ধ হলে দুর্নীতি আর
লম্বা এসির বেডিং,
সকল সময় রবে কারেন্ট
হবেনা লোডশেডিং।