রাত্রিরা বড় অসহায়
প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২২, ৪:১৯ অপরাহ্ণ /
১০৮

ব্রজ কিশোর দাস
স্মৃতি টুকু থাক শুধু,
বাকি সব যাক কামরাঙা দিগন্তে মিলিয়ে।
বাস্তবিক স্বপ্ন দ্রষ্টা, সে আমি নই
আমার অন্তরের অন্তস্থলে
হিজলের রক্তের মত
ছূয়ে থাকে কনফিউশান।
রাত্রির কিনার দিয়ে শত শত স্বপ্ন
উড়ে যায় চেনা শহরের
অচেনা বন্দরে,
তবুও রাত্রিরা বড় অসহায়।
আমিও রাত্রির মত, স্তব্ধ
বরফের স্পর্শে মোমের মত
তুমিও হয়েছ সান্ত্বনাহীন!
মস্তিষ্কের সমস্ত অনুভূতি গুলো
ঘুরছে ট্রাকের চাঁকাদের অন্তমিলে
একটু একটু করে রক্তে জমছে
সিমাহীন অন্ধকার-
রাত্রিরা তবুও বড় অসহায়।
আপনার মতামত লিখুন :