রণ ন‍্যায় বিভৎসতা 


প্রকাশের সময় : জুন ১০, ২০২২, ৩:৩৩ পূর্বাহ্ণ / ২৯৩
রণ ন‍্যায় বিভৎসতা 

মোঃ ইসহাক মিয়া

সীতাকুণ্ডে বিস্ফোরণে  নব ইতিহাস,
অর্ধশত মরা দেখে  বিশ্ব কম্পমান।
জ্বলে গেছে আরো দুই শতাধিক প্রাণ,
নর পোড়া গন্ধে ভারী  আকাশ বাতাস।
আগুন নিভাতে গিয়ে  ফায়ার সার্ভিস,
অকাতরে প্রাণ দেয়  কর্মী দশ জন।
সেনাবাহিনী পুলিশ  বাজি রাখে জান,
পিছু পা হয়নি দেখে  সারি বাঁধা লাশ।
বহু ডাক্তার সেবায়  হয় নিয়োজিত,
সাহায্য করে জনতা  সব ধরনের।
বিনা টাকায় ঔষধ আরো দেয় রক্ত,
ধনী গরীব সকল  ধর্ম ও বর্ণের।
ভুলিবে সবাই রণ  ন‍্যায় বিভৎসতা,
বিষাদ শুধু স্বজন  হৃদে রবে গাঁথা।

সাহিত্য বিভাগের আরো খবর

আরও খবর