মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৫


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ / ১২৬
মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪৫

সেলিম রানা স্টাফ রিপোর্টার :- রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ১৭৮ পিস ইয়াবা, ৩১৩.৪ গ্রাম হিরোইন ও ১৫ কেজি ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।